প্রতিষ্ঠানের ইতিহাস

শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য ১। নামঃ— ধুমঘাট হাজী চাঁন মিয়া (বহুমুখী)উচ্চ বিদ্যালয় ২। সংক্ষিপ্ত বর্ণনাঃ—বারইয়ারহাট পৌরসভা থেকে অনতিদুরে ঢাকা—চট্টগ্রাম মহাসড়কের উত্তর দিকে(১কিঃ মিঃ) সামান্য পশ্চিম পার্শ্বে মনোরম পরিবেশে বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টিতে একটি দ্বিতলা পাকা ভবন , দুইটি একতলা পাকা ভবন সহ একটি সেমি পাকা ভবন রহিয়াছে। ৩। প্রতিষ্ঠাকালঃ—০১/০১/১৯৭০ইংরেজী ৪। ইতিহাসঃ—১৮৮১খ্রীঃ হাজী চাঁন মিয়া সাহেব তাহার নিজেস্ব অথার্য়নে এবং নিজের জায়গার উপর গনকছরা সরকারী প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সেই সময় অত্র ২নং হিঙ্গুলী ইউনিয়নে আর কোন বিদ্যালয় ছিল না। পরবতীর্ সময়ে অত্র এলাকার বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ একটি উচ্চ বিদ্যালয়ের প্রয়োজনীয়তা অনুভব করলে উক্ত উচ্চ বিদ্যালয়ের জন্য কোথাও জায়গার ব্যবস্থা করতে না পারায় হাজী চাঁন মিয়া সাহেবের ওলি ওয়ারিশগনের শরনাপন্ন হইলে তাহারা এই জায়গা দেওয়ায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা লাভ করে । সেই সময় থেকে বিদ্যালয়টি ঐতিহ্য ও সুনামের সাথে পরিচালিত হইতেছে।.....

বিস্তারিত

Video Gallery